ফেনীর সোনাগাজীতে দিনেদুপুরে এক সৌদি আরব প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মাস্টার টাওয়ারের নীচ তলায় সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের স্ত্রী শিরিন আক্তার সকাল ১০টার দিকে মাদ্রাসা পড়ুয়া কন্যাকে আনতে পৌর শহরের মাও. মজিবুর রহমান মাদ্রাসায় যান। ১১টার দিকে জানালার গ্রিল ভেঙ্গে বাসার ভেতরে প্রবেশ করে অজ্ঞাত চোর বা চোরের দল আলমারির তালা ভেঙ্গে চার ভরি স্বর্ন ও নাগদ ৩৩হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশদল ঘটনাস্থল পরিদর্শণ করেছে।