ফেনীর সোনাগাজীতে মো. রাসেল (৩২) ও মো. ইস্রাফিল (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের রহমতপুর গ্রামের সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাসেল ওই ইউনিয়নেে পশ্চিম চরচান্দিয়া গ্রামের মো. মানিকের ছেলে ও ইস্রাফিল উত্তর চরচান্দিয়া গ্রামের ওমর ফারুকের ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি তাদেরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
একে/অননিউজ24