ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে বিবি ফাতেমা (২০) নামে দুই সন্তানের জননী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ রোবববার বিকালে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাভিকারী গ্রামের মো. হানিফ সেলিমের স্ত্রী ও একই গ্রামের জাকির হোসেনের কন্যা।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন বছর পূর্বে একই গ্রামের ওমান প্রবাসী মো. হানিফ সেলিমের সঙ্গে বিবি ফাতেমার বিয়ে হয়। এর মধ্যে তার ঔরশে একটি পুত্র ও কন্যা সন্তানের জন্ম হয়।
স্বামীর পরিবারের লোকদের সাথে পারিবারিক কলহের জেরে রোববার দুপুরের দিকে ফাতেমা স্বামীর বসতঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহতের ভাই মো. মনির বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার অপমৃত্যু মামলা নং-০১, তাং- ১৫-০১-২০২২খ্রিস্টাব্দ।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।