সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে শুক্রবার রাতে দুটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার ও মাঈন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের দায় বাড়ির মৃত আবুল খায়েরের পুত্র।
পুলিশ জানায়, গোপন সূত্রে জানতে পারে ৬-৭জনের সংঘবদ্ধ চোরের দল চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাটস্থ এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছে। চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরচান্দিয়া গ্রামের রহমতপুর ফোরকানিয়া মাদ্রাসার সামনে রাস্তার উপর পুলিশ চেকপোস্ট বসায়। সিএনজি অটোরিকশা দুটির গতিরোধ করে মাঈন উদ্দিনকে গ্রেফতার করে। এসময় ৫-৬জন অজ্ঞাতনামা চোর পালিয়ে যায়। একটি সিএনজি অটোরিকশা মালিক দক্ষিণ পশ্চিম চরচান্দিয়া গ্রামের আবদুল কাইয়ূমের ছেলে আবদুর রহিম বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসাইন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ