ফেনীর সোনাগাজীতে চুরির মামলায় সাইফুল ইসলাম নামে দেড় বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জানুয়ারি রোববার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে মতিগঞ্জ ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ইউনুছ মেম্বার বাড়ির আবু তৈয়বের ছেলে।
পুলিশ জানায়, একটি চুরির মামলায় ২০১৭ সালে ফেনীর আদালত সাইফুল ইসলামের দেড় বছর সাজা ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। সে গ্রেফতার এড়াতে চট্টগ্রামে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ