আলোচনা সভা, র্যালি, কেক কাটা ও বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে ফেনীর সোনাগাজীতে দৈনিক যুগান্তরের পঁচিশ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুগান্তর সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রহিম উল্যাহ।
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি, কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল তাসলিম হুসাইন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল হাসান, বাংলাদেশ স্কাউটের কুমিল্লা আঞ্চলিক উপ-কমিশনার বেল্লাল উদ্দিন ও উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ খান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসাইন, নয়া দিগন্ত প্রতিনিধি সাইফুল আলম হিরণ, আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি নূরুল আবছার সোহাগ, দৈনিক কালবেলা প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি হাবিবুল ইসলাম রিয়াদ, আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. ছালাহ উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ হিজবুল্লাহ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সোনাগাজী শাখার সভাপতি মো. মহি উদ্দিন, কবি খুরশিদ আলম, শিল্পকলি সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান নুরুল আমিন পলাশ, কন্ঠশিল্পী আবদুর শুক্কুর মিলন, মধ্যম সুজাপুর বায়তুন নূর শাহী জামে মসজিদের ইমাম মাও. মো. ইব্রাহীম, হাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাঈন উদ্দিন দিদার, সিনিয়র শিক্ষক যোবায়ের হোসেন, যুবলীগ নেতা আবদুস শুক্কুর ও ব্যবসায়ী খুরশিদ আলম প্রমূখ। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত, দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহাপুর মাদরাসার মুহতামিম মাও. আবদুল মোমিন। এসময় বক্তারা বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরো অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেনি পেশার মানুষের মূখপাত্র হিসবে দায়ীত্ব পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে যুগান্তর ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যুগান্তর পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত হয়েছে। আলোচনা সভা ও মোনাজাত শেষে অতিথিরা কেক কেটে উৎসব করেন। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।