সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রশাসন, থানা, উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যপাী জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শোক র্যালি, মিলাদ ও কাঙালি ভোজের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কারুল আনাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী, সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু প্রমুখ।
এফআর/অননিউজ