"উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমার ঐকবদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে সোনাগাজীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোনাগাজীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ নূর উল্যাহর সভপতিত্বে ও সদস্য, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় শাহীদ মিনারের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) এসএম অণিক চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সোনাগাজী মরকারি ডিগ্রি কলেজের প্রক্তন অধ্যক্ষ বাবু নিতাই চরণ ভৌমিক, সহ-সভাপতি হাজী মো. আবু সুফিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন ও ফারিয়া সভাপতি আলমগীর হোসেন টিপু প্রমুখ।
এফআর/অননিউজ