সোনাগাজীতে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন উপজেলা কমিটির আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি
ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকালে পৌর-শহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার উপজেলা কমিটির সভাপতি সার্জেন্ট (অব.) মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. ইমাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার ফেনী জেলা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.মোস্তফা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান, ইসলামি আন্দোলন উপজেলা সেক্রেটারি হাফেজ মো. হিজবুল্লাহ, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, পৌরসভা মহিলাদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মনিহার বেগম, সোনাগাজী গ্লোবাল হেলথ’র এমডি ও সংস্থার উপজেলা সহ-সভাপতি বেলাল হোসেন, সোনাগাজী পৌর জিয়া মঞ্চের আহবায়ক মো. ইলিয়াস, উপজেলা মৎস্যজীবীদলের সহ-সভাপতি এস.এম হাবিবুল্লাহ,
উপজেলা হকার্স ট্রেড ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি নেতা নুরুল করিম শিল্পী, নুর কাশেম চানধন, সমাজ সেবক এনায়েত উল্লাহ নান্টু, ফারইস্ট লাইফ ইনসুরেন্সের ভিসি আবদুশ শাকুর, হোমিও চিকিৎসক আবদুল হাই, আফসার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন মঞ্জু, সংস্থার সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন মিলন, মাস্টার জয়নাল আবেদীন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিস্টার, কামরুল ইসলাম রিংকু,সাংগঠনিক সম্পাদক শাহজাহান, প্রকাশনা ও গবেষনা সম্পাদক মো. ইউসুফ খোকন, ক্রাইম রিপোর্টার মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক সাহানা আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান প্রমূখ।