দুর্নীতির করাল গ্রাস, জাতির জন্য সর্বনাশ' এ প্রতিপাদ্য নিয়ে সোনাগাজীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ নূর উল্যাহর সভপতিত্বে ও সদস্য সাংবাদিক শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় শাহীদ মিনারের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সোনাগাজী মরকারি ডিগ্রি কলেজের প্রক্তন অধ্যক্ষ বাবু নিতাই চরণ ভৌমিক, সহ-সভাপতি হাজী মো. আবু সুফিয়ান, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা প্রমুখ।