ফেনীর সোনাগাজীতে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মীর্জাপুর গ্রামের চাঁন মিয়া ভূঞা সড়কে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর চাঁন মিঞা ভূঞা সড়কের ৮৮০ মিটার নির্মাণ কাজের জন্য ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্মাণ কাজটি বরাদ্দ পায় ফেনীর সেঞ্চুরি ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটির ঠিকাদার কাজী সাইফুর রহমান স্বপন দরপত্র মোতাবেক নির্মাণ সামগ্রী ব্যবহার না করে নিন্মমানের মেকাডম এবং বালি-ইটের কনার মিশ্রণে আনুপাতিক হারে কনার চেয়ে ভিটি বালি বেশি দিয়ে কাজ করতে থাকেন । এতে বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজ বন্ধ করে দেন।
খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সার্ভেয়ার রাশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নির্মাণ কাজে কিছুটা ত্রুটি ও মেকাডমে নিন্মমানের মিশ্রণের সত্যতা পাওয়া গেছে। বিষয়টা উপজেলা প্রকৌশলী রোববার সকালে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিবেন। উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেছি। আগামী রোববার সরেজমিনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, আবু তালেব ভঞা, আবদুস সালাম, নুরনবী ভূঞা, আবু তাহের ভূঞা, আভু ইউছুপ ভূঞা ও ফজলুল হক সহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, অবহেলিত এই জনপদের সড়কটি পাকা করণে বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই অবস্থায় গ্রামবাসী কোন অবস্থাতে নিন্মমানের কাজ মেনে নেবেননা। দরপত্র মোতাবেক কাজ করতে হবে।
এ ব্যাপারে ঠিকাদার কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমি চেষ্টা করেছি ভালোমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ সম্পন্ন করতে। কিন্তু এলাকাবাসীর অভিযোগে কাজ সাময়িক বন্ধ রেখেছি। উপজেলা প্রকৌশলী তদন্ত করুক।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com