ফেনীর সোনাগাজীতে সোমবার সকালে কামাল উদ্দিন (৪২) নামে এক পরিচ্ছন্নকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে। সে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, কামাল উপজেলার বিভিন্ন স্থানে ময়লার টাংকি পরিস্কার করত। দীর্ঘ দিন যাবৎ মাদকাসক্ত হয়ে মানসিক ভারাসাম্য হারিয়ে ফেলে। সকাল আটটার দিকে নিজের গামছা গলায় পেঁছিয়ে বসতঘরের সামনে জাম গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় তার বোন লিপি আক্তার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আই/অননিউজ২৪।।