সোনাগাজীতে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস (লগি-বৈঠার তান্ডব) উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে আল-হেলাল একাডেমি মাঠে সমাবেশে মিলিত হন।
পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ফেনী জেলা সুরা সদস্য ইন্জিনিয়ার ফখরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা মো মোস্তফা, সেক্রেটারি এ এসএম বদরুদ্দোজা, পৌর সেক্রেটারি মহসিন ভুঞা, সাবেক কমিশনার আব্দুল মান্নান, গোলাম কিবরিয়া, আমিরাবাদ ইউনিয়নের আমীর মাওলানা খুরশিদ আলম, নবাবপুর ইউনিয়নের আমীর মাওলানা জিয়াউর রহমান, সোনাগাজী সদর ইউনিয়নের আমীর মাওলানা নিজাম উদ্দিন, চরছান্দিয়া ইউনিয়নের আমীর মামুন,সেক্রেটারি মজিবুর রহমান, সোনাগাজী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নোবেল প্রমুখ।