সোনাগাজীতে পল্লী বিদ্যুতের ৭৫ কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৬৫জন গণছুটি, সরকারের আল্টিমেটামে তিনজনের কর্মস্থলে যোগদান
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী পল্লী বিদ্যুত সমিতির সোনাগাজী জোনাল অফিসের আওতায় ৭৫ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৬৮ জন গণছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এরমধ্যে সরকারের আল্টিমেটামে তিনজন কর্মকর্তা কর্মস্থলে যোগদান করলেও বাকি ৬৫ জন কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ দিকে গত তিন দিন যাবৎ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুলাখালী ও পশ্চিম সোনাপুর গ্রামের চারটি বাড়িতে বিদ্যৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুতহীন অবস্থায় প্রচণ্ড গরমে তারা মানবেতর জীবন যাপন করেছেন। ওই চারবাড়িতে থাকা রোগাীরা অবর্ননীয় দূর্ভোগ পোহাচ্ছেন। কয়েকজন শ্বাশ কষ্টের রোগীকে নেভ্যুালাইজার দিয়ে গ্যাস দিতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় তাদেরকে শ্বাস কষ্টের গ্যাস দিতে পারছেননা। এমনটাই অভিযোগ করলেন পশ্চিম সোনাপুর গ্রামের বাসিন্দা শরীফুল ইসলাম। এক যোগে ৬৫জন কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত থাকায় পল্লী বিদ্যুৎ সমিতিকেও স্বয়ং বিপাকে পড়তে হয়েছে। গ্রাহকদের অভিযোগ নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিজেই হতাশা ব্যক্ত করেছেন। সোনাগাজী জোনাল আফিসের ডিজিএম বলাই মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা সরকারের নির্দেশনা অমান্য করে এখনও অনুপস্থিত রয়েছেন তাদের ব্যপারে সরকার ব্যবস্থা নিবেন। আমরা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। বিদ্যুতের ছোটখাটো সমস্যাও সমাধান করতে চরম হিমসিম খাচ্ছি।
jn