সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সোনাগাজী পৌর এলাকার পাঁচ হাজার লোক মাথাপিছু দশ কেজি করে চাউল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন। মঙ্গলবার সকালে পৌর মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম পৌর প্রাঙ্গনে এ চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, পৌর কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, আইয়ূব আলী খান, নাজিম উদ্দিন, বেলায়েত হোসেন বেলাল ও মণিহার বেগম প্রমুখ।
এফআর/অননিউজ