সোনাগাজীতে পাওনা টাকা ফেরৎ পেতে ও আ.লীগ নেতাদের হুমকি থেকে জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে পাওনা ১৩ লাখ টাকা ফেরৎ পেতে ও আ.লীগ নেতাদের অব্যাহত প্রাণ নাশের হুমকি থেকে জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টের কনভেনশন হলে তারা এ সংবাদ সম্মেলন করেন। ওই প্রতরাকদের খপ্পরে পড়ে ১৩ লাখ টাকা হারিয়ে পরিবারটি নিঃস্বহ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ইউএনও অফিস, বণিক সমিতি, থানা, র্যাব ও সেনা ক্যাম্পেও লিখিত অভিযোগ দিয়েছেন তারা। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পৌর শহরের ৪নং ওয়ার্ডের পাণ্ডব বাড়ির আবদুল হাদীর ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী মো. ইলিয়াছ প্রতারণার আশ্রয় নিয়ে আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের নুর হোসইন থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেন। তার বিনিময়ে পৌর শহরের জিরোপয়েন্টে তার ভাড়াকৃত দোকান ঘরটি নুর হোসাইন কে বুঝিয়ে দেন। তিনি আসসুন্নাহ নামে ফার্মেসি চালু করেন। তার বিনিময়ে ব্যবসার লভ্যংশ থেকে ৮ শতাংশ এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়া পাবেন ইলিয়াছ। কিন্তু কয়েক মাস যাওয়ার পর ইলিয়াছ নুর হোসাইনকে দোকান থেকে বের করে দিয়ে তার ভাই তথ্য প্রযুক্তি লীগের সোনাগাজী উপজেলা সভাপতি আজগর হোসেন ও অপর ভাই খুরশিদ আলমকে বুঝিয়ে দেন। তারা নিউ মিনা বাজার নামে দোকান চালু করেন। এনিয়ে প্রতিকার চেয়ে নুর হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বিষয়টি নিয়ে দু’পক্ষের শুনানি দিলে একদিন উপস্থিত হলেও দ্বিতীয় দিন ইউএনও’র কার্যালয়ে হাজীর হননি ইলিয়াছ। পরবর্তীতে তিনি বিষয়টির আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীকে থানায় পাঠান। থানায় বিষয়টি নিয়ে একাধিক সমঝোতা বৈঠক বসলেও ইলিয়াছ হাজীর না হয়ে উল্টো থানার ওসির বিরুদ্ধে সোমবার ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ দিকে ভুক্তভোগী পরববারকে টাকা ফেরৎ না দিয়ে আব্যাহত প্রাণ নাশের হুমকি দিতে থাকে। তাই ভুক্তভোগী পরিবারটি টাকা উদ্ধার ও জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নুর হোসাইন, শ্যালক শাখাওয়াত হোসেন রায়হান, টাকা লেনদেনের মধ্যস্থতাকারী আশরাফুল ইসলাম বুলবুল ও তার ফুফা ডা. ইমাম উদ্দিন।
fi