ফেনীর সোনাগাজীতে পাল্টাপাল্টি ইফতার মাহফিলকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের হামলা সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। উপজেলার চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিলন, ছাত্রদলকর্মী মহি উদ্দিন, উপজেলা তথ্য প্রযুক্তি দলের সহসাংগঠনিক সম্পাদক পারভেজ আলী, যুবদলের সদস্য মোশাররফ হোসেন, রিকাশা চালক মো. আলম, যুবদলকর্মী বাহার, ছাত্রদল কর্মী রাকিব, হাসান রিফাত, এমরান হোসেন আরমান, ইমাম হোসেন ছোটন, শ্রমিকদল নেতা নুরুজ্জামান সুমন ও স্বেচ্ছায় দল নেতা আলমগীর হোসেন টিপু। আহতদের মধ্যে মিলন ও মহি উদ্দিনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও দলীয় সূত্র জানায়, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরআলম রিয়াদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএস মারুফের নেতৃত্বে চরদরবেশ ইউনিয়ন বিএনপির ব্যানারে মঙ্গলবার ১৮ মার্চ কারামতিয়া দাখিল মাদরাসা মাঠে ইফতার মাহফিল করা হয়। সেখানে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ উপস্থিত হলেও ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক সহ তাদের অনুসারীরা উপস্থিত হননি। ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির মাসুদ এবং জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার চরদরবেশ ইউনিয়ন পরিষদের সামনে ইফতার মাহফিলের আযোজন করা হয়। একই স্থানে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পাল্টা ইফতার মাফিলের ঘোষণা দেওয়া হয়। এতে উত্তোজনা দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা নুর আলম রিয়াদের নেতৃত্বে বুধবার বিকালে তথ্যপ্রযুক্তি দল নেতা পারভেজ আলীকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। ইফতার মাহফিল আযোজন নিয়ে সন্ধ্যায় দু'পক্ষ অবস্থান নিলে সংঘর্ষে বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৩জন নেতাকর্মী আহত হন। রাতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিযেছেন। ছাত্রদল নেতা নুর আলম রিয়াদ ও সাবেক জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হক আজাদ পরস্পকে দায়ী করে সংবাদ সম্মেলনও করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা শিকার করে বলেন দু'পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।