সোনাগাজীতে পিএফজি’র আয়োজনে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
সোনাগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে সম্প্রীতির অভিযাত্রায় তরুণদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে ও পিএফজি উপজেলা সমন্বয়কারী শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল।
সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্রুপের সদস্য, মো. মোস্তফা, এ এস এম বদরুদ্দোজা, মজিবুল হক মানিক, ইকবাল হোসেন, সমর দাস, হাফেজ মো. হিজবুল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসাইন, ওমর ফারুক, এন আফছার সোহাগ, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেট রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেট খোদেজা বেগম।