সোনাগাজীতে পিএফজি’র সম্প্রীতি সভা
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

“সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা কমিটির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় রোববার ২৭ জুলাই বিকেলে সোনাগাজীতে এক সভা
অনুষ্ঠিত হয়েছে। পিএফজি’র সদস্য মজিবুল হক মানিকের সভাপতিত্বে ও পিএফজি’র উপজেলা সমন্বয়ক শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মদ হিজবুল্লাহ, পিএফজি’র সদস্য জ্যোতিষ চন্দ্র বড়ুয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, সোনাগাজী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সুজন সোনাগাজী উপজেলা সাধারন সম্পাদক আমজাদ হোসাইন, নারী নেত্রী ফরিদা এয়াছমিন, চরচন্দিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মামুন, সাংবাদিক মোতাহের হোসেন ইমরান, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়ক মো. রাসেল আহমেদ ও মাঠ সমন্বয়ক খোদেজা বেগম।