ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে মো. সাইফ উদ্দিন নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরসাভিকারী গ্রামের দেলোয়ার মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের মো. ইসমাঈল হোসেনের ছেলে। শিশুর মামা স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। বেলা ১১টার দিকে পুকুরে হাত ধুতে গিয়ে পা পিঁছলে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে দুপুরে বাড়ির পুকুরে সাইফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বিকালে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
এফআর/অননিউজ