ফেনীর সোনাগাজীতে চেক প্রতারণার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিবি ফাতেমা (৪০) প্রকাশ আলেয়া নামে এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে সোনাগাজী সদর ইউনিয়নের উত্তর চরখোয়াজ গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বিবি ফাতেমা আলেয়া জনৈক ব্যক্তি থেক ছয় লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে মামলা করলে ২০১৯ সালে আলেয়ার অনুপস্থিতিতে আদালাত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ১১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকে আলেয়া ফেনী শহর সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
একে/অননিউজ২৪