সোনাগাজীতে প্রবাসীর সিএনজি অটোরিকশা চুরি
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে জয়নাল আবেদীন বাবলু নামে এক সৌদি আরব প্রবাসীর সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। বুধবার গভীর রাতে মতিগঞ্জ ইউনিয়নের দৌলতচৌধূরী দিঘির পাশের আবদুল কুদ্দুসের বাড়ি থেকে গাড়িটি চুরি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের ভূঞাবাজার সংলগ্ন বরকন্দাজ বাড়ির সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদীন বাবলু তার উপার্জিত অর্থ দিয়ে একটি সিএনজি অটোরিকশা কিনে ভাদা দিয়া গ্রামের আবদুল মালেককে ভাড়ায় চালাতে দেন।
চালক প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১১টার দিকে গাড়িটি কুদ্দুসের বাড়িতে রেখে নিজ বাড়িতে ঘুমাতে যান। ভোর পাঁচটায় ওই বাড়িতে গাড়ি আনতে গেলে দেখতে পান লোহার গেইটের তালা ভেঙে গাড়িটি অজ্ঞাত বা চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী বাবলুর স্ত্রী রোমেনা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।