ফেনীর সোনাগাজীতে মেজবাহ আলম নামে এক প্রবাসীর স্ত্রী নাছরিন সুলতানা স্মৃতি (২০) বুধবার বিকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। তাকে অনেক খোঁজাখুজির পরও না পেয়ে তার মা বিউটি আক্তার সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করেছেন। সোনাগাজী মডেল থানার জিডি নং-১১০৬, তাং-২০-০৩-২০২৪। সে চরচান্দিয়া ইউনিয়নের বাখরিয়া গ্রামের জামাল উদ্দিনের কন্যা। তিন বছর পূর্বে সৌদি আরব প্রবাসী মেজবাহ আলমের সঙ্গে তার বিয়ে হয়।
জিডিতে উল্লেখ করা হয়, মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে সবুজের দোকানের দিকে পায়ে হেটে যেত স্মৃতি নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার গায়ের রং ফর্সা। মুখমণ্ডল গোলাকার। লম্বা ৫ ফুট ২ ইঞ্চি। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ