সোনাগাজীতে প্রয়াত যুবদল নেতার অসহায় পরিবারকে ঘর উপহার দিলেন মিনার চেয়ারম্যান

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে শাহজাহান সাজু নামে এক প্রয়াত যুবদল নেতার অসহায় পরিবারকে ঘর উপহার দিলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার। সোমবার বিকালে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ঘরটি তার স্ত্রী জাহানারা বেগমকে বুঝিয়ে দেওয়া হয়। পূর্ব মির্জাপুর গ্রামের চির পণ্ডিত বাড়িতে ঘরটি উপহার উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু। মিনার চেয়রাম্যানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনজুর সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাইদ সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই মানিক, ডাকবাংলা ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারন সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা শাহ আলম, ছাত্রদল নেতা মীর আরমান ও উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আল আমিন।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মজিবুল হক কোম্পানী জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।
উল্লেখ্য; ২০১৫ সালে পূর্ব মীর্জপুর গ্রামের যুবদল নেতা শাহজাহান সাজু হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে স্ত্রী জাহানারা বেগম
দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসারের হাল ধরেন। এর মধ্যে কন্যা সন্তানকে বিয়ে দিলেও জাহানারা দুই পুত্র সন্তান নিয়ে ঝীর্ন ঘরে দিন কাটান। বর্ষার পানিতে দূর্বিষহ হয়ে ওঠে তার জীবন। বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

jn

আরো দেখুনঃ