ফেনীর সোনাগাজীতে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বখতারমুন্সি মোয়েজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এ প্রদর্শনী শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্তের সঞ্চালনায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা ভিটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা প্রাণি সম্পদএক্সটেনশন এজেন্ট ডা. সাহেদ ফরিদ ও খামারি আনোয়ারুল ইসলাম লিটন। প্রদর্শনীতে ৩৯জন খামারি স্টল ভাড়া নিয়ে অংশ নেন।
বিকালে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।