ফেনীর সোনাগাজীতে প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে কামরুন নাহার রাখি (২০) নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হোসেন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবুল কালামের কন্যা কামরুন নাহার রাখির সঙ্গে বগাদানা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ইদ্রিস ড্রাইভারের ছেলে হাবিবুর রহমান মানুমের প্রেমের সম্পর্কের পর দেড় বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী মাসুম বেসরকারি একটি কোম্পানীতে ঢাকায় চাকরি করেন। কিন্তু হঠাৎ করে পরিবারের সবার অগোচরে রাখি নিজের শয়ন কক্ষের বুতের (আড়ার) সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শুকবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় পিতার বাড়ির পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা আবুল কালাম বাদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এফআর/অননিউজ