ফেনীর সোনাগাজীতে শনিবার বিকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মাটি কারবারির ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যান আদালত সূত্র জানায়, শনিবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরীর নেতৃত্বে নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মো. রিফাত হোসেন কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে চট্টগ্রাম জেলার মীরাসরাই উপজেলার জর্ধানপুর গ্রামের আবুল কালামের ছেলে।
এফআর/অননিউজ