সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে আন্ত:স্কুল-মাদরাসার গ্রীস্মকালীণ ফুটবল খেলা নিয়ে হামলায় শিক্ষার্থী সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা ও স্থানীয়রা জানান, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সঙ্গে বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বখতারমুন্সি হাইস্কুলের শিক্ষার্থীদের ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে ফেরার পথে বখতারমুন্সি হাইস্কুলের শিক্ষার্থীদের গতিরোধ করে বিষ্ণুপুর হাইস্কুলের শিক্ষার্থীরা পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা করে। এসময় বখতারমুন্সি হাইস্কুলের শিক্ষার্থী অরুপ পোদ্দার, আলমাস উদ্দিন, সায়েম, শুভ, বাপ্পী, রোহান, অর্নব, ইকবাল হোসেন রকি ও দর্শক আরমান সহ ২০জন। আহতদের মধ্যে ১০জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে তাদের সঙ্গে একবার মারামারি হয়েছিল। খেলা শেষে আজকে ফের হামলা করেছে। হামলার সময় নিবৃত্ত করতে গিয়ে বিষ্ণুপুর হাইস্বুলের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ আলমগীরের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com