ফেনীর সোনাগাজীতে ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে জবরদখলকৃত জমি উদ্ধারে নুর উল্লাহ গিয়াস নামে প্রবাসী বিএনপি কর্মী ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।
রোববার বিকালে পৌর শহরের হারবি কনভেনশন সেন্টারে তারা এ সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন, সোনাগাজী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুমা রুহুল আমিনের সন্তান তারা। পিতার ওয়ারিশী সম্পত্তির মালিক হিসেবে চরখোয়াজের লামছি মৌজায় ১ একর ২১ শতক জমির মালিক হিসেবে ভোগদখলকার ছিলেন।
দিয়ারা, বিএস ও জমা খারিজ খতিয়ানও তাদের নামে প্রচারিত হয়েছে। তারা পারিবারিক ভাবে বিএনপি করার কারণে গত কয়েক বছর আগে সোনাপুর গ্রামের আ.লীগ কর্মী দুলাল হোসেন, সুলাখালী গ্রামের আবদুল কাদের মাস্টার ও মো. মনসুর গং দলীয় শত্রুতার জেরে উক্ত জমি জবরদখল করে নেন। ফ্যাসিস্ট সরকারের পটপরিবর্তনের প্রবাসী পরিবারটি উক্ত জমি দখলে গেলে জবরদখলকারী সন্ত্রাসী চক্রটি বাধা প্রদান করেন।
এসব বিষয়ে প্রতিকার চেয়ে প্রবাসী বিএনপি কর্মী গিয়াস থানায় ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। সামাজিকভাবে বিষয়টি সমাধান করতে চাইলেও জবরদখলকারী সন্ত্রাসী চক্রটি কালক্ষ্যাপন করতে থাকেন। এদিকে প্রবাসে থাকার কারণে ছুটি শেষ হয়ে গেলে প্রবাসে চলে যেতে হয় তাদের। তাই উক্ত জমি পূণরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান নুর উল্লাহ গিয়াস, তার বোন বিবি আয়েশা ও বিবি খতিজা।