ফেনীর সোনাগাজীতে আজিজুল মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ২০ আগস্ট শনিবার দিনব্যপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ।
তিনি বলেন, উপকূলীয় উপজেলা সোনাগাজীতে মোট চার হাজার রোগির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ, দন্ত, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেবেন ১০জন চিকিৎসক। এছাড়া যেসব রোগির অপারেশনের প্রয়োজন হবে পর্যায়ক্রমে উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে অপরেশন করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ নেতা মোহাম্মদ রফিক, সলিম উল্যাহ সেলিম ও নূরনবী তোতা মেম্বার।