ফেনীর সোনাগাজীতে রোববার দুপুরে বজ্রপাতে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে দুইটায় এ ঘটনা ঘটে। মহিষগুলোর আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা। পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, দক্ষিণ চরদরবেশ গ্রামের আকবর হোসেন হরণ ও দুলাল হোসেন বাদশা প্রতিদিনের ন্যায় মহিষগুলো চরে ছেড়ে দেন। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে আকবর হোসেন হরণের দুটি এবং দুলাল হোসেনের একটি সহ তিনটি গর্ভবতী মহিষ মারা যায়। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একে/অননিউজ24