ফেনীর সোনাগাজীতে যুক্তরাষ্ট্রস্থ ফেনী জেলা সমিতির উদ্যোগে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরীব অসহায়ের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রস্থ ফেনী জেলা সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক রোববার বিকালে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এসব অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা নুর হাদী মিস্টার, ইউপি সদস্য নাজমা আক্তার, মিজানুর রহমান, শহীদুল আলম টিটু, সিরাজুল হক বাদশা, সাহাব উদ্দিন, শেখ ফরিদ
মেহেদী মল্লিক, এমদাদুল হক মিশু, বাহার উল্লাহ বাহার, আবদুস ছোবহান, কামল উদ্দিন প্রমূখ।