ফেনীর সোনাগাজীতে বন্যা দূর্গতরা ঘুরে দাঁড়াতে যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুজ্জামান বাবুর পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম হাজী সফি উল্যাহ ফাউণ্ডেশনের উদ্যোগে তৃতীয় ধাপে বুধবার চরদরবেশ ইউনিয়নের অর্ধশতাধিক দূর্গত মানুষদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঘর মেরামত ও ক্ষুদ্র ব্যবসার উদ্দেশ্যে সংগঠনটির পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, সাবেক ইউপি সদস্য সলিম উল্যাহ দুলাল মেম্বার, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিমুল হক, যুবদল নেতা নাছির উদ্দিন, বিএনপি নেতা নিজাম উদ্দিন, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, মেহেদী হাসান ফাহিম, আবুধাবি প্রবাসী আরাফাত ও স্বেচ্ছাসেবক দল নেতা মহি উদ্দিন বাড়ি বাড়ি গিয়ে এসব অর্থ বিতরণ করেন।
ইতোপূর্বে উক্ত সংগঠনের উদ্যোগে দু'দফা বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও চাউল বিতরণ করা হয়েছিল।