বাংলাদেশ খেলাফত মজলিস সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে উপজোলা সভাপতি মুফতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. আবদুল কাদেরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদিস মাও. আফজালুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. এনামুল হক মুসা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ফেনী জেলা সভাপতি মাও. জসিম উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাও. ক্বারী আবু বকর, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা, ইসলামি আন্দোলনের উপজেলা সেক্রটারি হাফেজ হিজবুল্লাহ। আরও বক্তব্য রাখেন মাও. আমির হোসেন।
একে/অননিউজ24