সোনাগাজী-ফেনী সড়কের বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ঘে ৮জন গুরুত্বর আহত হয়েছে। রোববার বিকাল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাগাজীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ফেনীগামী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মাইক্রোতে থাকা সাত যাত্রী ও চালক গুরুত্বর আহত হয়। আহতরা হলেন চালক শিপন, যাত্রী ফয়েজ আহমদ, জীবন, লিমা, নাজমা, নিশু ও লিজা। আহতদেরকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চালক শিপন ও লিজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যোল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এ মর্মন্তিক দুর্ঘটনা ঘটেছে। বাসটি মাইক্রোটিকে সামনাসামনি ধাক্কা দিয়ে কলেজের সীমানা প্রাচীর ভেঙে আবদুল হাই ভবনের সাথে আটকা পড়ে। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।