সোনাগাজীতে বাস মালিক সমিতির কমিটি গঠন জলিল সভাপতি, ইকবাল সম্পাদক নির্বাচিত
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আবদুল জলিলকে সভাপতি ও শেখ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার দুপুরে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে মালিক সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন-সহসভাপতি আবুল কাসেম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. নুর আলম দুলু, লাইন সম্পাদক আবুল কাসেম, যুগ্ম লাইন সম্পাদক নুরুল আবছার ও সদস্য আবুল হাসেম।
সাবেক আহবায়ক শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও অ্যড. নজরুল ইসলাম সোহাগের পরিচালনায় নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।