ফেনীর সোনাগাজীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের আবদুর শুক্কুরের নতুন বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও ধানের শীষের প্রচারণা শীর্ষক ' সবার আগে বাংলাদেশ' নামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবরের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নতুল ফেরদৌস মিতা, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল হক বিএ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী এয়াছিন কমিশনার, পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম, হানিফ মুক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বোরহান উদ্দিন গরীব দুখী, উপজেলা মহিলাদলের আহবায়ক কামরুন্নেছা কনা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, পৌর কৃষক দলের সভাপতি আহমেদ করিম তোতা, পৌর মহিলাদলের আহবায়ক মনিহার বেগম, যুবদল নেতা মীর কাশেম চানধন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, পৌর যুবদল নেতা আজহারুল ইসলাম, কামরুল হাসান পাপ্পু, ওয়ার্ড বিএনপি নেতা বেলাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব ইমাম হোসেন রুবেল, আনোয়ার হোসেন সোহাগ, ছাত্রদল নেতা রামিম, বিএনপি নেতা জসিমুল হক, নুরুল আজিম স্বপন, টাইগার মানিক, মো. রুবেল, মো. রনি, নুরুল আফছার, রানা ও সাইফুল প্রমূখ। এসময় বিপুল সংখ্যক (নারী-পুরুষ) নেতাকর্মী উপস্থিত ছিলেন।