বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আ.লীগ সরকারের সর্বাগ্রাসী দুর্নীতির প্রতিবাদে, গণতন্ত্র পূণরুদ্ধার এবং সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোনাগাজী উপজেলা বিএনপি গণ অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার বিকাল তিনটায় সোনাগাজী সরকারি কলেজ রোডে উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নূর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবুল মঞ্জুর সবুজ প্রমুখ।