সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে বিএনপির ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো অনেক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোমবার সকালে এ মামলা করেন।
এরমধ্যে রোবববার রাতভর পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শামছুল আলম, যুবদলকর্মী দেলোয়ার হোসেন, মো. লোকমান হোসেন, মো. সুজন, আবুল কাসেম স্বপন, শহীদুল ইসলাম পিয়াস, আলা উদ্দিন ছুট্টু, মো. বেলাল হোসেন, হেদায়েতুল ইসলাম মিন্টু, মনছুর আলম প্রকাশ আমিনুল ও আনোয়ার হোসেন। পুলিশ এজাহারে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে ২৯ অক্টোবর হরতাল পালনের জন্য সোমবার রাত ৯টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের পানের বর আবুবক্কর জামে মসজিদের সামনে আসামিরা গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে পিকেটিং করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ