ফেনীর সোনাগাজীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার বিকালে কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, বিএনপি নেতা আলমগীর হোসেন, মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসাধারণ সম্পাদক শাহআজিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস, জয়নাল আবেদীন আরিফ, ইঞ্জিনিয়ার এমএন হৃদয়, মোস্তফা আল হোসেন রোমন, পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রিংকু, পৌর ছাত্রদল নেতা রকি ভূঞা, যুবদল নেতা সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. মাসুদ ও উপজেলা কোকো স্মৃতি সংসদের আহবায়ক মো. ওমর ফারুক। দলটির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কোটা আন্দোলন সহ সকল আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাও. দেলোয়ার হোসেন মামুন।