ফেনীর সোনাগাজীতে সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেল্ আ.লীগের সাধার সাধারণ সম্পাদক, পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণের নেতৃত্বে আ.লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিল। উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সোনাগাজী কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের জিরোপয়েন্টের দিকে অগ্রসর হতে মুখোমুখী অবস্থান নেয় আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মধ্যখানে পুলিশ অবস্থান নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে ব্যারিকেড প্রদান করেন।
উপজেলা বিএনপির সভাপতি মো.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ও সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।