সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আরো পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতভর পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-দক্ষিণ পশ্চিম চর সাহাভিকারী গ্রামের কলিমুদ্দিন হাজী বাড়ির আবদুস সাত্তারের ছেলে বিএনপি কর্মী আজগর আলী চৌধুরী (৫০), আবদুল হালিমের ছেলে আবদুল হক প্রকাশ বেলাল (৫২), মো. মোস্তফার ছেলে মো. শেখ আবদুল্যাহ (৪২), চরশাহাপুর গ্রামের হাজী মোশারফ হোসেনের ছেলে মো.জাকির হোসেন প্রকাশ পিনসু (৫৪) ও দিলরাজপুর গ্রামের নুরুল আলম সিদ্দিকীর ছেলে আবু বক্কর সিদ্দিক প্রকাশ পারভেজ (৩৬)।
২৯ অক্টোবর রাতে নাশকতার ঘটনা দেখিয়ে সোনাগাজী মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোমবার সকালে মামলা করেন। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ