সোনাগাজীতে বিএনপি কর্মীর হাত ভেঙে দিল প্রতিপক্ষের লোকজন
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বেলায়েত হোসেন নওশা মিয়া (৫০) নামে এক বিএনপি কর্মীর হাত ভেঙে দিল প্রতিপক্ষের লোকজন। আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে পূর্ব বিরোধের জেরে গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, পূর্ব বিরোধের জেরে সোনাপুর গ্রামের মিজি বাড়ির বাসিন্দা স্থানীয় বিএনপি কর্মী বেলায়েত হোসেন বেলাল মিয়াজির ওপর একই গ্রামের মো. ইসমাইল হোসেন সিরাজি, আইয়ুব নবী ও ইউসুপ নবী সহ ১৫-২০জন দুর্বৃত্ত রাত আপটার দিকে সোনাপুর বাজারে অতর্কিত হামলা করে।এসময় তাকে প্রকাশ্যে লোহার রড় ও কাঠ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী কেয়ার হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায নওশা মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।