সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

জাবেদ হোসাইন মামুন

ফেনীর সোনাগাজীতে বিএনপির বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের খোন্দকার বাড়ির মৃত আবদুল হাদীর ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের ১৩জন নেতাকর্মী কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, ২৯আগস্ট সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলাকালে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬০ রাউন্ড ফাঁকা গুলি করে।

এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই সৌরজিৎ বডুয়া ও মো. মাঈন উদ্দিন বাদী হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে ৪৭ জনের নাম উল্লেখ করে দলটির ১৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

আরো দেখুনঃ