ফেনীর সোনাগাজীতে এক বিজিবি সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশীর বশতঘর ও কবরস্থান ঘেঁসে গভীর গর্ত করে মাটি কেটে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিনব্যাপী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর বাখরিয়া গ্রামের মান্তরী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটিয়েছেন একই গ্রামের মৃত আহসান উল্যাহর ছেলে বিজিবিতে কর্মরত ইমাম উদ্দিন আজাদ। তিনি রাঙ্গামাটি জেলায় কর্মরত থাকলেও জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসী এনে এ কান্ড ঘটিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, মান্তরী বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন গংদের সঙ্গে পাশের বাড়ির আহসান উল্যাহর ছেলে ইমাম উদ্দিন আজাদ গংদের জমি নিয়ে বিরোধ বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে বেলায়েত হোসেন গংদের পারিবারিক কবরাস্থান ও বশতঘর (পাকা বাড়ির) দেয়াল ঘেঁসে গভীর গর্ত করে মাটি কেটে ইমাম উদ্দিন আজাদ গং। এতে কবরাস্থানের দেয়াল ও পাকা বাড়ির ভবন ধ্বসের আশংকা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারটি।
প্রতিকার পেতে মঙ্গলবার বেলায়েত হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে বিজিবি সদস্য ইমাম উদ্দিন আজাদ মাটি কাটার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিপক্ষের সাথে জমির বিরোধ নিয়ে তিনি মাটি কেটেছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com