সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে বেলায়েত হোসেন বেলাল (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের মান্দার বাড়িতে প্রবাসী মফিজুল হকের মোটর মেরামত করতে গিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের স্থানীয় বিদ্যুৎ মেকানিক বেলায়েত হোসেন বেলাল প্রতিবেশী মফিজুল হকের বাড়ির মোটর মেরাম করতে যান । অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে বেলায়েত হোসেন ঘটনাস্থলেই মারা যান। নিহত বেলালের ছেলে বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলা তার পিতা বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ