ফেনীর সোনাগাজীতে বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে শাহাদাত হোসেন চৌধুরী নওয়েল (১৫) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের কালু মিয়া চৌধুরী বাড়ির মৃত নূরুল আমিন চৌধুরীর ছেলে এবং শহীদ মানুমিয়ার বাজার হাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রাত আটটার দিকে নওয়েল তার জেঠাতো ভাই সাইমুনের মালিকীয় সাইমুন পোল্ট্রি খামারে ভেজা শরীরে বৈদ্যুতিক স্লুইজ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
নিহতের জেঠাতো ভাই সাইমুন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ