ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে বেলায়েত হোসেন ভূঞা (৫৫) নামে এক মৎস্য চাষীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রামের রেহান উদ্দিন মিয়া বাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রামের রেহান উদ্দিন মিয়া বাড়ির বেলায়েত হোসেন ভূঞা নিজের মালিকীয় পুকৃরে বৈদ্যুতিক মোটরে সেচ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত বেলালের ভাগ্নে সাংবাদিক শাহাদাৎ হোসেন তার মামা বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আই/অননিউজ২৪।।