সোনাগাজীতে বিদ্যুৎ স্পৃষ্টে কেবল নেটওয়ার্ক মিস্ত্রির মৃত্যু

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎ স্পৃষ্টে বেলাল হোসেন (৩৬) নামে এক কেবল নেটওয়ার্ক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলা পল্লী বিদ্যুত সমিতির সামনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৩কেভি লাইনে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।

সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার রাম রাম সেন গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলাল হোসেন স্কাই নেট নামে একটি ক্যাবল নেটওয়ার্ক কোম্পানীর মিস্ত্রি হিসবে কর্মরত ছিলেন। বৈদ্যুতিক খুঁটির সাথে মইয়ের উপর দাঁড়িয়র নেটওয়ার্কের তার টানানোর সময় ৩৩ কেভি লাইনের তার মাথায় বৈদ্যুতিক শক খেয়ে মাথা শরীরের একাংশ ঝলসে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়েশা আক্তার/অননিউজ24

আরো দেখুনঃ