ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎ স্পৃষ্টে সাঈদ হোসেন নূর (১৬) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের হেকিম কবিরাজ বাড়ি সংলগ্ন খেলার মাঠে বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
সেই সাতবাড়িয়া গ্রামের হেকিম ডাক্তার বাড়ির ব্যবসায়ী নাছির উদ্দিনের ছেলে এবং মতিগঞ্জ আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র। নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, সাঈদ হোসেন নূর প্রতিদিনের ন্যায় তার বাড়ি সংলগ্ন খেলার মাঠে বন্ধুদের নিয়ে মিনিবার ফুটবল খেলায় অংশ নেয়।
খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com